সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের সংরক্ষিত ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। একই সাথে দেয়াড়া ইউনিয়নের ৫ নম্বর সাধারণ ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন উপলক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপশহর ইউনিয়নের সংরক্ষিত ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ৪ হাজার ৭৭২ ভোটারের মধ্যে ১ হাজার ৩৪৪ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয় ২২ ভোট। নির্বাচনী সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন কলম মার্কা শাহানারা পারভীন মিনা। তিনি পেয়েছেন ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব হেলিকাপ্টার মার্কার নাছিমা বেগম (৪৩৪ ) ভোট ও মাইক মার্কার রিনা পেয়েছেন ৩৪৩ ভোট।
এদিকে দেয়াড়ার সাধারণ ৫ নম্বর ওয়ার্ডে ৩ হাজার ৩৪৭ ভোটারের মধ্যে ২ হাজার ১৮৫ ভোটার নিজেরেদ ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয় ২২ ভোট। বৈধ ভোট ২ হাজার ১৬৩। এ ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন মোরগ মার্কার গোলাম রব্বানী (৮০২) ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি ফুটবল মার্কার আব্দুল গফ্ফার লালু (৭৭৩) ভোট ও তালা মার্কার লিটন পেয়েছেন (৫৮৮) ভোট।