সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে সেমিনার

গোলাম রব্বানী প্রকাশিত: ২৮ জানুয়ারী , ২০২৪ ১২:৩০ আপডেট: ২৮ জানুয়ারী , ২০২৪ ১২:৩০ পিএম
সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে সেমিনার
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সেমিনারে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ, মো, জিয়াউল হাসান মুকুল, সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর ঠাকুরগাঁও, রানীসংকৈল উপজেলা সমাজসেবা অফিসার মো,আব্দুর রহিম, হরিপুর উপজেলা সমাজসেবা মো,রাফিউল ইসলাম রাফি,ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ও ইউনিয়ন সমাজকর্মীগন।

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সেমিনারে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ, মো, জিয়াউল হাসান মুকুল, সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর ঠাকুরগাঁও, রানীসংকৈল  উপজেলা সমাজসেবা অফিসার মো,আব্দুর রহিম, হরিপুর উপজেলা সমাজসেবা মো,রাফিউল ইসলাম রাফি,ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ও ইউনিয়ন সমাজকর্মীগন।

 সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে দেশের দুঃস্থ, অবহেলিত, সুবিধাবঞ্চিত  এবং অনগ্রসর মানুষের কল্যান ও উন্নয়নের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে  বহুমুখী  ৫৪ টি সামাজিক  নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন করছে। তারমধ্যে গুরুত্বপূর্ণ কর্মসূচী হচ্ছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা,স্বামী নিগৃহীতা ভাতা,অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, এইসব কর্মসূচীর  বাস্তবায়নের ক্ষেত্রে যে সকল অন্তরায় পরিলক্ষিত হয়, সেগুলো চিহ্নিত করে, দূরীকরণের উপায় নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়।  হরিপুর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় উপকার ভোগীর সংখ্যা  বিস্তারিত তথ্য তুলে ধরা হয় । বয়স্ক ভাতা-৭১৪২, স্বামী পরিত্যাক্ত ও বিধবা  ভাতা- ৪৪৪৭ প্রতিবন্ধী ভাতা-৩৯৪৩,হিজড়া-  ৩, অনগ্রসর ভাতা-৪০, অনগ্রসর শিক্ষা ভাতা-২৮, প্রতিবন্ধী শিক্ষা  ভাতা - ৩৪ মোট উপজেলায় ১৫৬৩৭ জন। 

এই বিভাগের আরোও খবর

Logo