পবিত্র রমজান উপলক্ষে নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রয় কার্যক্রম সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাঁড়া ফেলেছে।
পবিত্র রমজান উপলক্ষে নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রয় কার্যক্রম সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাঁড়া ফেলেছে।
উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে জিরো পয়েন্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ন্যায্যমূল্যের দোকানে সুলভে এ মাংস বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ
জানান, এই পুরো রমজান মাস জুড়ে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলা প্রশাসনের পক্ষে থেকে একটি করে সুস্থ সবল ষাড় গরু জবাই করে জনসাধারণের মাঝে ন্যায্য মূল্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মাংস বিক্রি করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে আগত মাংস ক্রেতা নবীবর রহমান বলেন সাপাহার মাংস বাজারে ৭২০-৭৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয়। অপর দিকে আমাদের ইউএনও সেলিম আহমেদ স্যারের আন্তরিক উদ্যোগে আমরা ৬৩০- ৬৫০ কেজি দরে উন্নত মানের সুস্থ সবল গরুর মাংস কেনার সুযোগ পেয়েছি। উন্নত মাংস ও দামে কম হওয়ায় কারনে সেখানে সকল শ্রেনী পেশার ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ জানান তিনি নিজে গরু কেনা থেকে জবাই করা ও মাংস বিক্রয় পর্যন্ত সরাসরি নজরদারি করে থাকেন। যাতে নিম্ন আয়ের মানুষ সুলভে তার চাহিদা মত মাংস ক্রয় করতে পারেন। পবিত্র মাহে রমজানে ন্যায্য মুল্যের দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও মাংস সুলভে ক্রয় করতে পেরে উপজেলার সর্বস্থরের নিম্ন আয়ের সাধারন মানুষ।