সান্তাহারে প্রাইভেট সেন্টারের শিক্ষকের মরদেহ উদ্ধার

মোঃ এরশাদ আলী প্রকাশিত: ২৩ নভেম্বর , ২০২৩ ১৬:৫৩ আপডেট: ২৩ নভেম্বর , ২০২৩ ১৬:৫৩ পিএম
সান্তাহারে প্রাইভেট সেন্টারের শিক্ষকের মরদেহ উদ্ধার
গতকাল বুধবার (২২ নভেম্বর) রাত ১২ টার সময় সান্তাহার পৌর শহরের রথবাড়ি মিশন স্কুলের পাশের থেকে সাইফের মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়ার আদমদীঘির সান্তাহারে সাইফ হাসান(২৫) নামের এক প্রাইভেট সেন্টারের শিক্ষকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। গতকাল বুধবার (২২ নভেম্বর) রাত ১২ টার সময় সান্তাহার পৌর শহরের রথবাড়ি মিশন স্কুলের পাশের থেকে সাইফের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সাইফ উপজেলার সান্তাহার ইউপির কাশিমিলা প্রসাদখালী এলাকার মৃত মুকুল চন্দ্র হালদারের ছেলে। মৃত সাইফ ও তার বড় ভাই একটি প্রাইভেট সেন্টারে ছাত্রদের পড়াত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বেশ কিছুদিন ধরে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হচ্ছিল। পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে তার শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পেরণ করে। পারিবারিক সূত্রে জানাযায় মৃত সাইফ আগে হিন্দু ধর্মের ছিল পরে মুসলিম ধর্ম গ্রহন করে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার বলেন, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করে হচ্ছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo