নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চা দোকানি রহিম শেখকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চা দোকানি রহিম শেখকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহত রহিম শেখ ওই গ্রামের ওমেদ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী পন্থী তাইজেল মিয়া ও জনি মোল্লা, অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন নাজির মিয়া। এ বিরোধের জেরে প্রায়ই ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের দোকানে একটি রামদা এনে রাখেন রহিম শেখ। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে বদিয়ার মোল্লার ছেলে শিপন মোল্লা, সাদিয়ার মোল্লার ছেলে এনামুল মোল্লা, লুৎফর মোল্লার ছেলে নুর আলম মোল্লাসহ ১০-১২ জন দুর্বৃত্ত একত্র হয়ে রহিম শেখের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
রহিম শেখের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানায়, প্রতিপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।