সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৮ মার্চ , ২০২৫ ১৬:২২ আপডেট: ৮ মার্চ , ২০২৫ ১৬:২২ পিএম
সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর এলাকার একটি মৎস্য ঘের থেকে আব্দুর রহমান গাজী নামের এক ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর এলাকার একটি মৎস্য ঘের থেকে আব্দুর রহমান গাজী নামের এক ঘের কর্মচারীর মরদেহ  উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।  আব্দুর রহমান গাজী (৪৮)  সদর উপজেলার মৃত বাবর গাজীর ছেলে।  মৃতের স্ত্রী রুমা খাতুন জানান, তার স্বামী আব্দুর রহমানকে শুক্রবার (৭মার্চ) রাত দশটার দিকে তালতলা ঈদগাহ মোড় থেকে আইয়ুব আলী তার ভাই অহিদুলের ঘেরে ডেকে নিয়ে যায়। আজ শনিবার সকাল ৭ টার দিকে অহিদুলের ঘেরের মধ্যে তার লাশ পাওয়া গেছে বলে আমাকে সংবাদ দেওয়া হয়। সেখানে গিয়ে আমার স্বামীর লাশ দেখতে পাই। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।  তিনি আরো জানান, আমার স্বামীকে কেউ হত্যা করে ওখানে ফেলে রাখতে পারে। যখন প্রথমে তার লাশ দেখা যায় তখন তার হাত গামছা দিয়ে এবং মুখমণ্ডল মানকি ক্যাপ দিয়ে বাঁধা ছিল।   পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, আব্দুর রহমান জনৈক অহিদের ঘেরের পাহারাদার ছিলেন। রাতে আব্দুর রহমান ঘেরে যান। সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অহিদের ঘেরের পাশে আইউব আলীর ঘেরের ধানক্ষেত হতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চোর প্রতিরোধে ধানক্ষেতসহ ঘেরের চারদিকে বিদ্যুতের তার জড়িয়ে রাখা হয়েছিল।বিদ্যুৎস্পর্শে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এই বিভাগের আরোও খবর

Logo