সাতক্ষীরায় ধর্ষণ মামলার অভিযোগে রমজান আলী গ্রেফতার

মোঃজুলফিকার আলী প্রকাশিত: ৩০ মার্চ , ২০২৪ ১২:১৫ আপডেট: ৩০ মার্চ , ২০২৪ ১২:১৫ পিএম
সাতক্ষীরায় ধর্ষণ মামলার অভিযোগে রমজান আলী গ্রেফতার
সাতক্ষীরায় ধর্ষন মামলার অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ মার্চ দুপুরে বকচরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরায় ধর্ষন মামলার  অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ মার্চ দুপুরে বকচরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রমজান আলী(৫৬) সদর উপজেলার বকচরা গ্রামের মৃত শওকত আলীর পুত্র।

জানা গেছে, রমজান আলী রসূলপুর পূর্বপাড়া এলাকার নীবিড় আহমেদের নির্মানাধীন বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিনে ওই নির্মানাধীন বাড়িতে ২৪ বছর বয়সী এক নারীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা পুলিশ অভিযুক্ত রমজান আলীকে গ্রেফতার করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। 

এই বিভাগের আরোও খবর

Logo