সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে

মোস্তক আহম্মেদ বাবু প্রকাশিত: ২২ এপ্রিল , ২০২৪ ০৯:৪৯ আপডেট: ২২ এপ্রিল , ২০২৪ ০৯:৪৯ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে
রংপুরের পীরগাছা সহ,কাউনিয়া তারাগঞ্জ বদরগঞ্জ পীরগাছা,ও গংগাচড়া উপজেলার, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৮টি প্রধান শিক্ষকের শূন্য পদ রয়েছে।

রংপুরের পীরগাছা সহ,কাউনিয়া তারাগঞ্জ বদরগঞ্জ পীরগাছা,ও গংগাচড়া উপজেলার, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৮টি প্রধান শিক্ষকের শূন্য পদ রয়েছে। 

এতে বিদ্যালয়গুলোতে ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রমসহ দাফতরিক বিভিন্ন কার্যক্রম । রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার ৮টি উপজেলায় প্রধান শিক্ষক পদে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে (৩০৮টি) । এর মধ্যে রংপুর সদর উপজেলায় ২৪টি, কাউনিয়া উপজেলায় ৪৪টি, তারাগঞ্জ উপজেলায় ৫টি, বদরগঞ্জ উপজেলায় ৩৯টি, পীরগঞ্জ উপজেলায় ১৫টি, মিঠাপুকুর উপজেলায় ১০২টি, পীরগাছা উপজেলায় ৪৪টি ও গঙ্গাচড়া উপজেলায় ৩৫টি ফাঁকা রয়েছে বলে জানা যায় । 

সূত্র জানায়,

বিধি মোতাবেক প্রধান শিক্ষক পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য আসনের সংখ্যা (৩৫ শতাংশ) সরাসরি নিয়োগ ও বাকি ৬৫ শতাংশ শূন্য পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু নিয়োগ ও পদোন্নতিতে ধীরগতির কারণে তা বাস্তবায়ন করা হচ্ছে না গ্রেডেশন তালিকা অনুযায়ী সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার কাজ চলছে। এখন প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত, তাই সরাসরি নিয়োগ দেওয়ার বিষয়টি সরকারি কর্মকমিশনের (পিএসসি)  এর হাতে রয়েছে । 

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, বদলি, অবসরজনিত কারণসহ নানা কারণে প্রধান শিক্ষকের পদগুলো খালি হয়েছে। আমরা জেলার প্রধান শিক্ষকদের তালিকা তৈরি করে প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠিয়েছি। আশা করছি দ্রুত শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

এই বিভাগের আরোও খবর

Logo