ফরিদপুর দ্বাদশ জাতীয় নির্বাচনের পর থেকে সব ধরনের খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে চাউল অন্যতম। এর সাথে তাল মিলিয়ে মূল্য বৃদ্ধি পেয়েছে পেয়াজ. রসুন. মশুরীর ডাল.সহ কাচা খাদ্য দ্রব্যর।
ফরিদপুর দ্বাদশ জাতীয় নির্বাচনের পর থেকে সব ধরনের খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে চাউল অন্যতম। এর সাথে তাল মিলিয়ে মূল্য বৃদ্ধি পেয়েছে পেয়াজ. রসুন. মশুরীর ডাল.সহ কাচা খাদ্য দ্রব্যর।
প্রতি কেজি সব ধরনের চাউলের দাম বেড়েছে পাচ টাকা. ফাটা মশুরীর ডাল কেজিতে দাম বেড়েছে দশ টাকা। কাচা খাদ্য দ্রব্যর মধ্য রয়েছে পেয়াজ সিম বেগুন সহ ইত্যাদি।মুদি দোকানী কামাল জানান, গড়ে সব খাদ্য সামগ্রী দাম বেড়েছে তবে আগামীতে আরো দাম বাড়তে পারে। বাজার করতে আশা ইলিয়াস.সামসু. নিতাই বাবু. জানান আমরা এখন দুশ্চিন্তায় আছি। সামনে রমজান মাস এভাবে যদি লাগামহীন ভাবে দ্রব্য মূল্যবৃদ্ধি পেলে না খেয়ে মরতে হবে।সাধারন জনগনের দাবি সরকার রমজান মাসে যেন বাজার নিয়ন্ত্রণে রাখে।তারা আরো বলেন, এক ধরনের কালো বাজারি ব্যবসায়ি আছে তার সুযোগ সন্ধানী তার যেন এ সুযোগ টি রমজান মাসে না পায়।