ঈদুল ফিতরের যশোরের দুঃস্থ ও অসহায় মানুষকে দেয়া হবে ১০ কেজি করে চাল

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৩০ মার্চ , ২০২৪ ০৬:৪০ আপডেট: ৩০ মার্চ , ২০২৪ ০৬:৪০ এএম
ঈদুল ফিতরের যশোরের দুঃস্থ ও অসহায় মানুষকে দেয়া হবে ১০ কেজি করে চাল
২০২৩-২০২৪ অর্থবছরে ঈদুল ফিতরের যশোরের দুঃস্থ ও অসহায় মানুষকে দেয়া হবে ১০ কেজি করে চাল। আট উপজেলা ও আট পৌরসভায় ৩ লাখ ৪০ হাজার ৩৪৭ কার্ডে দেয়া হবে ৩ হাজার ৪০৩ দশমিক ৪৭০ মেট্রিকটন চাল।

২০২৩-২০২৪ অর্থবছরে ঈদুল ফিতরের যশোরের দুঃস্থ ও অসহায় মানুষকে দেয়া হবে ১০ কেজি করে চাল। আট উপজেলা ও আট পৌরসভায় ৩ লাখ ৪০ হাজার ৩৪৭ কার্ডে দেয়া হবে ৩ হাজার ৪০৩ দশমিক ৪৭০ মেট্রিকটন চাল।

এর মধ্যে আট উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৭৭০ কার্ডে দেয়া হবে ১ হাজার ৫৪৭ দশমিক ৭০০ মেট্রিকটন চাল। আট পৌরসভায় ১ লাখ ৮৫ হাজার ৫৭৭ কার্ডে দেয়া হবে ১ হাজার ৮৫৫ দশমিক ৭৭০ মেট্রিকটন চাল। তবে চাল বিতরণে অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রিজিবুল ইসলাম।

ত্রাণ ও পুনর্বাসন এ অফিস জানিয়েছে, আট উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৭৭০ কার্ডের মধ্যে অভয়নগর উপজেলায় ৯ হাজার ৮৩ কার্ডে দেয়া হবে ৯০ দশমিক ৮৩০ মেট্রিকটন চাল, বাঘারপাড়া উপজেলায়  ১৬ হাজার ৩৬৩ কার্ডে দেয়া হবে ১৬৩ দশমিক ৬৩০মেট্রিকটন চাল, চৌগাছা উপজেলায় ১২ হাজার ৪৬৫ কার্ডে দেয়া হবে ১২৪ দশমিক ৬৫০ মেট্রিকটন চাল, ঝিকরগাছায় উপজেলায় ১৫ হাজার ২২৫ কার্ডে দেয়া হবে ১৫২ দশমিক ২৫০ মেট্রিকটন চাল, কেশবপুর উপজেলায় ১৬ হাজার ৯৫২ কার্ডে দেয়া হবে ১৬৯ দশমিক ৫২০ মেট্রিকটন চাল, সদর উপজেলায় ৩১ হাজার ৩৩০ কার্ডে দেয়া হবে ৩১৩ দশমিক ৩০০ মেট্রিকটন চাল, মনিরামপুর উপজেলায় ২৯ হাজার ৭৫০ কার্ডে দেয়া হবে ২৯৭ দশমিক ৫০০ মেট্রিকটন চাল ও শার্শা উপজেলায় ২৩ হাজার ৬০২ কার্ডে দেয়া হবে ২৩৬ দশমিক ২০ মেটিকটন চাল।

একই আট পৌরসভার ১ লাখ ৮৫ হাজার ৫৭৭ কার্ডের মধ্যে যশোর পৌরসভায়  ৪ হাজার ৬২১ কার্ডে দেয়া হবে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন চাল, নওয়াপাড়া পৌরসভায়  ৪ হাজার ৬২১ কার্ডে দেয়া হবে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন চাল,  কেশবপুর পৌরসভায়  ৪ হাজার ৬২১ কার্ডে দেয়া হবে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন চাল, বেনাপোল পৌরসভায়  ৪ হাজার ৬২১ কার্ডে দেয়া হবে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন চাল, মণিরামপুর পৌরসভায়  ৪ হাজার ৬২১ কার্ডে দেয়া হবে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন চাল,  ঝিকরগাছায় পৌরসভায়  ৩ হাজার ৮১ কার্ডে দেয়া হবে ৩০ দশমিক ৮১০ মেট্রিকটন চাল,  চৌগাছা পৌরসভায়  ৩ হাজার ৮১ কার্ডে দেয়া হবে ৩০ দশমিক ৮১০ মেট্রিকটন চাল, বাঘারপাড়া পৌরসভায়  ১ হাজার ৫৪০ কার্ডে দেয়া হবে ১৫ দশমিক ৪০০ মেট্রিকটন চাল।

এ ব্যাপারে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রিজিবুল ইসলাম জানান, কোন স্ব”ছ ব্যক্তি বা এক পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ডে চাল নিতে পারবে না। আর চাল বিতরণে কোন রকম অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরোও খবর

Logo