সজীব চন্দ্র তালুকদারের মেয়ের হাতে চেক প্রদান
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে গিয়ে নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে মৃত্যুর কোলে ঢলে পড়া সজীব চন্দ্র তালুকদারের মেয়ে (প্রথম শ্রেণীর শিক্ষার্থী) পূর্বাশা তালুকদারের হাতে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে ।সোমবার (২ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শাহ্ মোঃ কামরুল হুদা এ চেক প্রদান করেন ।এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাঈমা খন্দকার, ময়মনসিংহ বিভাগীয় জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক, নেত্রকোণা জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি, নেত্রকোণা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, নেত্রকোণা জেলা জিয়াউর রহমান আর্কাইভের সদস্য হুমায়ূন আহমেদ অর্ক, নিহত সজীব চন্দ্র তালুকদারের সহধর্মিণী পিংকী তালুকদার ।পিংকী তালুকদার বলেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস, জেলা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক রাকিবুল হাসান মুসাফিরসহ সবার সহযোগিতার জন্যে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই ।উল্লেখ্য গত ৫ আগস্ট আনুমানিক আড়াই ঘটিকায় উপজেলার চিরাং মোড়ে বিজয় মিছিলে সামিল হতে গিয়ে হঠাৎই অসুস্থবোধ করেন সজীব চন্দ্র তালুকদার । ফলে কেন্দুয়া পৌরসভাস্থ আরামবাগের বাসায় ফেরার পথে কোর্ট রোডের দূর্গা টেলিকমের সামনেই ঢলে পড়েন তিনি । জরুরী ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে ।