সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের সামনে নয়া দিগন্ত সাংবাদিকসহ ৩ জনের ওরপ হামলা

মোঃ আল আমিন প্রকাশিত: ১ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:২৯ আপডেট: ১ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:২৯ পিএম
সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের সামনে নয়া দিগন্ত সাংবাদিকসহ ৩ জনের ওরপ হামলা
বরগুনার তালতলীতে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনে নয়া দিগন্তের প্রতিনিধি ইউসুফ আলীসহ তিন সাংবাদিকের ওপরে হামলা করে স্থানীয় ভূমিদস্যু আবদুল সত্তারসহ তার সন্ত্রাসী বাহিনী।

বরগুনার তালতলীতে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনে নয়া দিগন্তের প্রতিনিধি ইউসুফ আলীসহ তিন সাংবাদিকের ওপরে হামলা করে স্থানীয় ভূমিদস্যু আবদুল সত্তারসহ তার সন্ত্রাসী বাহিনী। শুক্রবার(৩১ জানুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার আঙ্গারপাড়া এলাকায় জমি দখলের ভিডিও ধারণ করার সময় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গাারপাড়া এলাকায় স্থানীয় ভূমিদস্যু আ. সত্তারসহ তার সন্ত্রাসী বাহিনী প্রতিপক্ষের জমি দখল করতে যায়। এসময় প্রতিপক্ষ জমি দখল রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের জানায় । ঘটনাস্থালে সংবাদ সংগ্রহে গিয়ে নয়া দিগন্ত সাংবাদিসহ অন্য সাংবাদিকরা জমি দখলের ভিডিও ধারণ করতে গেলে ভূমিদস্যু আ. সত্তার ও আমির হোসেন সহ তার ২০-২৫ জন সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে ভিডিও ধারণে বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশের সামনে সাংবাদিক ইউসুফ আলীকে বেধড়ক ভাবে পিটিয়ে জখম করেন। আহত ওই সাংবাদিকের মোটরসাইকেল ভাংচুর করে ছিনিয়ে নেয়, সাথে থাকা নগদ প্রায় ৫ হাজার টাকা ও একটি ডিএসএলআর ক্যামেরা (ইওএস ৯০ ডি) লেন্স সহ ছিনিয়ে নেয় ভূমিদস্যু সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিককে উদ্বার করে তালতলী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে মারামারির ভিডিও করতে গেলে  সাংবাদিক মল্লিক জামাল ও আবুল হাসানকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয় ও ভুক্তভোগিরা জানায়, শুক্রবার সকালে হাসেম মুন্সির পরিবারের জমি ও বাড়িঘর  দখল করতে যায় তার সন্ত্রাসী বাহিনী। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকেরা ঘটনাস্থলে যায়। এ সময়ে জমিতে তৈরীকৃত ঘরের ভেতরে দেশীয় অস্ত্র লুকিয়ে রাখার ভিডিও করতে গেলে সাংবাদিক ইউসুফ আলীর ওপর তেরে আসে আমির হোসেনসহ ২০-২৫ জন সন্ত্রাসী বাহিনী । হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে পুলিশের উপস্থিতিতে ইউসুফ আলীর ওপর অতর্কিত হামলা চালায়। আবুল হাসান ও মল্লিক জামাল ভিডিও করতে গেলে তাদেরও মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সাংবাদিক আবুল হাসান, মল্লিক জামাল সহ স্থানীয়া বলেন,আমরা জমি দখলের খবর পেয়ে পুলিশের সাথে ঘটনাস্থালে যায়। গিয়ে জমি দখলের ভিডিও করলে পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা আমাদের ওপরে হামলা করেন। মারধরের এক পর্যায় সাথে থাকা মোবাইল ফোন ও ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায়। পুলিশের সামনে এভাবে আমাদেও ওপওে হামলা হলে দেশের আইনশৃঙ্খলার অবস্থা কোথায় গিয়ে দাড়ায়। আমরা এই হামলার বিচার চাই। তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝি বলেন,এ ঘটনার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই। পুলিশের সামনে সাংবাদিকের ওপরে হামলা করার সাহস হয় কিভাবে। দ্রুত এই হামলাকারীদের গ্রেফতারের দাবি করছি। তালতলী প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম বলেন, পুলিশের সামনে সাংবাদিকের ওপরে হামলার ঘটনা খুব দুঃখজনক। দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। উপপুলিশ পরিদর্শক সুশান্ত বিশ্বাস বলেন, জমিজমা বিষয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি দুই পক্ষের প্রায় দুই শতাধিক লোক। একটি উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। এ সময় সাংবাদিকরা ভিডিও করলে তাদের ওপরে হামলা করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহজালাল বলেন, পুলিশের থেকে একটু দূরের রাস্তায় বসে থেকে ঐ সাংবাদিককে হামলা করেন। এ সময় অন্য সাংবাদিককে সেইভ করা হয়েছে। সাংবাদিকের গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরোও খবর

Logo