পঞ্চগড়ে জিয়া পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরব কুমার দাস প্রকাশিত: ৩ নভেম্বর , ২০২৪ ১২:২০ আপডেট: ৩ নভেম্বর , ২০২৪ ১২:২০ পিএম
পঞ্চগড়ে জিয়া পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
শনিবার (২ নভেম্বর) পঞ্চগড় জেলার বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে বোদা উপজেলা ও বোদা পৌর জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত ‘শহীদ জিয়া ও আমাদের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

শনিবার (২ নভেম্বর) পঞ্চগড় জেলার বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে বোদা উপজেলা ও বোদা পৌর জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত ‘শহীদ জিয়া ও আমাদের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।এতে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। "ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরও তাদের অনুসারিরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দেশের জাতীয়তাবাদী চেতনার সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে তাদের দায়িত্ব পালন করতে হবে।" প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, "এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তাই আমাদের সামনে নতুন সুযোগ এসেছে। আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্ধারিত হবে। এ লক্ষ্য অর্জনে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী চেতনার বিকাশে সকলকে তৎপর থাকতে আহবান জানান।সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী। এছাড়া পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কাজী মো. কায়েদে-ই-আজম, বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল আজাদ রয়েল, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে তারা শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর ত্যাগ ও আদর্শ অনুসরণ করেই গণতন্ত্রের পথ রক্ষা করতে হবে।সভায় বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময়, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আফাজুল ইসলাম, বোদা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আক্তার হোসেন হাসান সহ বিএনপি এবং জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষকগণ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।আলোচনা সভা শেষে বোদা উপজেলা ও পৌর জিয়া পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়। বোদা উপজেলা জিয়া পরিষদের জন্য সহকারী অধ্যাপক মো. জাকারিয়া কে সভাপতি ও মো. সেলিম মতি কে সাধারণ সম্পাদক এবং বোদা পৌর জিয়া পরিষদের জন্য মহব্বত হোসেন সাজুকে সভাপতি ও সামিউল ইসলাম রন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। 

এই বিভাগের আরোও খবর

Logo