সংবর্ধনা পেলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৩ জুন , ২০২৪ ১৩:৪৮ আপডেট: ২৩ জুন , ২০২৪ ১৩:৪৮ পিএম
সংবর্ধনা পেলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সংবর্ধনা অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন পরীক্ষার উত্তর পত্র দেখায় আন্তরিক হতে হবে। তা না হলে খাতা দেখায় ক্র্যুটি থাকলে শাস্তির আওতায় আনা হবে বলে জানান। তিনি আবেগ আপ্লুত কন্ঠে তিনি বলেন নারী প্রধান শিক্ষকদের পক্ষ থেকে আমাকে যে সংবর্ধনা দেয়া হয়েছে এজন্য আমি নারী প্রধান শিক্ষকদের ধন্যবাদ জানাই।তিনি আরো বলেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। নৈতিকতার দিক দিয়ে শিক্ষকতা পবিত্র দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে মানুষের মতো মানুষ করে দেশ প্রেমিক করে গড়ে তুলবেন।

খুলনা বিভাগের নারী প্রধান শিক্ষকদের পক্ষ থেকে গান, নাচ ও হৃদয় নিংরানো ভালবাসা দিয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে  শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের হোটেল এন্ড রেস্টরেন্ট ভবনের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন পরীক্ষার উত্তর পত্র দেখায় আন্তরিক হতে হবে। তা না হলে খাতা দেখায় ক্র্যুটি থাকলে শাস্তির আওতায় আনা হবে বলে জানান। তিনি আবেগ আপ্লুত কন্ঠে তিনি বলেন নারী প্রধান শিক্ষকদের পক্ষ থেকে আমাকে যে সংবর্ধনা দেয়া হয়েছে এজন্য আমি নারী প্রধান শিক্ষকদের ধন্যবাদ জানাই।তিনি আরো বলেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। নৈতিকতার দিক দিয়ে শিক্ষকতা পবিত্র দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে মানুষের মতো মানুষ করে দেশ প্রেমিক করে গড়ে তুলবেন।

 এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-১ (সংরক্ষিত) আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, যশোর শিক্ষ্ াবোর্ডে প্রথম চেয়ারম্যান হলেন একজন নারী। তাকে যারা সংবর্ধনা দিয়েছেন তারা ও নারী প্রধান শিক্ষকরা । দেশে এখন নারীদের কর্মদক্ষতা বেড়েছে। পুরুষের তুলনায় নারীরা দ্বিগুন কাজ করে। আর পুরুষেরা দুর্নীতি পরায়ন হলেও নারীরা হয় না। নেপেলিয়ান বলেছিলেন আমাকে শিক্ষিত মা দেও, আমি শিক্ষিত জাতি দেবো। এটা এখন প্রমানীত।

তিনি আরো বলেন, আপনারা সৎ থাকুন, ভয় পাওয়ার দরকার নেই। বরং ভয়কে জয় করুন। যেমন ভয়কে জয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। আর বেতন পাওয়ার জন্য শিক্ষকতা করলে হবে না। প্রকৃত শিক্ষক হয়ে শিক্ষার্থীদের দেশ প্রেমিক করে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম।

খুলনা জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজের  সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা বোর্ডের উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন, খুলনা সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মাহামুদা খাতুন, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক শ্রাণী সুর, কুষ্টিয়ার সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক নীলিমা আক্তার, ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক নাজমা সামাওয়াত, চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  জেসমিন আরা খাতুন, মাগুরা সদরের জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক কাজী জিন্নাত আরা, মেহেরপুরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, যশোর শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন।

আলোচনা সভা শেষে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠান শুরুর পূর্বে খুলনা বিভাগের ১০ জেলার নারী প্রধান শিক্ষকদের পক্ষ থেকে ফুল দিয়ে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারকে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। উত্তরীয় পরিয়ে দেয়া পর নৃত্য ও সংগীত পরিবেশেন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।

এই বিভাগের আরোও খবর

Logo