আদমদীঘিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার।
নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার তৌফিকুর রহমান সোহাগ (৩৮) ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী চিংকুকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
তৌফিকুর রহমান সোহাগ উপজেলার সান্তাহার ইউপির কায়েতপড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং চিংকু ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের আবুল মন্ডলের ছেলে। শুক্রবার সন্ধ্যায় সোহাগকে ও বৃহস্পতিবার রাতে চিংকুকে নিজ বাড়ি থেকে
গ্রেপ্তার করা হয়। জানা যায়, গত ১৯ আগষ্ট আদমদীঘিতে বিএনপি এবং ২৫ আগষ্ট সান্তাহারে যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়। সেই দুটি মামলায় সোহাগকে এবং গোলাম রাব্বানী চিংকুকে গ্রেপ্তার করা হয়েছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার দুপুরে গ্রেপ্তার গোলাম রাব্বানী চিংকুকে আদালতে পাঠানো হয়েছে এবং সোহাগকে শনিবার সকালে পাঠানো হবে।