শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল

অধীর চন্দ্র দাস প্রকাশিত: ২৫ আগস্ট , ২০২৪ ১৫:৪০ আপডেট: ২৫ আগস্ট , ২০২৪ ১৫:৪০ পিএম
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল
একটি স্ট্যাম্পে অধ্যক্ষের স্বাক্ষরিত ওই পদত্যাগপত্রটি ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং সেখানে লেখা রয়েছে- ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান করে ছাত্র-জনতার নিকট পদত্যাগ করলাম। প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে আমি কোন নিরাপত্তা দিতে নাপারায় ব্যর্থ হই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়ার অভিযোগ তুলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল।

একটি স্ট্যাম্পে অধ্যক্ষের স্বাক্ষরিত ওই পদত্যাগপত্রটি ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং সেখানে লেখা রয়েছে- ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান করে ছাত্র-জনতার নিকট পদত্যাগ করলাম। প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে আমি কোন নিরাপত্তা দিতে নাপারায় ব্যর্থ হই।

অতএব আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি।’জানা গেছে, আজ রোববার দুপুর ১২ টার দিকে প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তোপের মুখে স্ট্যাম্পে স্বাক্ষর করে পদত্যাগ করেন অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল।এ বিষয়ে জানতে অধ্যক্ষ ড.সুশীল কুমার পালের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও তাকে পাওয়া যায়নি।মুন্সিগন্জ জেলা প্রশাসক মো.আবুজাফর রিপন বলেন,বিষয়টি সম্পর্কে জানা নেই। তবে এ বিষয়ে দ্রুত পরবর্তী করণীয় সম্পর্কে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের বলছি।’

এই বিভাগের আরোও খবর

Logo