যশোরের শার্শায় ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএইপার্ট) প্রকল্পের আওতায় এই মেলার উদ্বোধন করা হয়।
রবিবার (২৯ জুন) সকালে একটি বর্ণাঢ্যর্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী পরবর্তী উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডাঃ কাজী নাজিব হাসান।
প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন।
উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা সঞ্চালনায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষণ অফিসার আবু তালহা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ফরহাদ শরীফ।উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টল সমূহ পরিদর্শন করেন।