শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তিতে রামগড় ৪৩ বিজিবির শান্তি র‌্যালি

মো. নিজাম উদ্দিন প্রকাশিত: ৩ ডিসেম্বর , ২০২৩ ০৬:৩৪ আপডেট: ৩ ডিসেম্বর , ২০২৩ ০৬:৩৪ এএম
শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তিতে রামগড় ৪৩ বিজিবির শান্তি র‌্যালি
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে বাংলাদেশ বর্ডার গার্ড রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শান্তি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে বাংলাদেশ বর্ডার গার্ড রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শান্তি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল আটটায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি'র) জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃআবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি,জি এর নেতৃত্বে রামগড় ওয়াপদা অফিসের সামনে হতে রামগড় পৌরসভা পর্যন্ত একটি শান্তি র‌্যালি বের করা হয়।

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর মেয়র মো. রফিকুল আলম কামাল, রামগড় ৪৩ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর হোসেন এএমসি, সহকারী পরিচালক রাজু আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় প্রমূখ। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শান্তি চুক্তির ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথখামার এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, তৈছালাস্থ জোন সদরে ২শতাধীক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo