বগুড়ার শাজাহানপুরে ৩০ পিচ ভয়ংকর মাদক ট্যাপেন্টাডলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ।
শনিবার রাত ১০:৪৫ মিনিটে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রামের পদ্মপুকুর নামক এলাকা থেকে মোঃ রবিউল ইসলাম (২৮) কে ৩০ পিচ ভয়ংকর মাদক ট্যাপেন্টাডলসহ আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ। আটক রবিউল ইসলাম উপজেলার সাজাপুর (পন্ডিতপাড়া) গ্রামের মোঃ ইসমাইল প্রামানিকের ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ) জানান, ‘৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিউলকে আটক করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় পূর্বেও একাধিক মামলা রয়েছে।’