প্রচন্ড দাবদাহে পুড়ছে কাঠালিয়া উপজেলা

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ২৩ এপ্রিল , ২০২৪ ০৭:০৭ আপডেট: ২৩ এপ্রিল , ২০২৪ ০৭:০৭ এএম
প্রচন্ড দাবদাহে পুড়ছে কাঠালিয়া উপজেলা
সারাদেশের ন্যায় প্রচন্ড দাবদাহে পুড়ছে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা। ইতোমধ্যে উপজেলায় পশ্চিম আউরা গ্রামে গত শনিবারে হিট স্টোকে মোঃ আফজাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চরম বিপাকে রয়েছে শ্রমজীবি মানুষ ও কৃষক।

সারাদেশের ন্যায় প্রচন্ড দাবদাহে পুড়ছে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা। ইতোমধ্যে উপজেলায় পশ্চিম আউরা গ্রামে গত শনিবারে হিট স্টোকে মোঃ আফজাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চরম বিপাকে রয়েছে শ্রমজীবি মানুষ ও কৃষক।

প্রখর রোদে পুড়ছে বিস্তীর্ণ মাঠ জুড়ে থাকা নাানা ধরনের ফসল। প্রচন্ড খড়ায় মাঠের মাটি ফেটে চৌচির হয়ে গেছে।কাঠালিয়ার কৃষক ও দৈনিক শ্রমবিক্রি করা মানুষগুলোর আয়-রোজগার কম থাকায় দুর্বিসহ জীবন-যাপন করছে। হাসপাতালে বাড়ছে গরম জনিত রোগীর সংখ্যা। জরুরী প্রয়োজন ছাড়া কোনো মানুষই ঘর থেকে বের হচ্ছে না। অসহনীয় তাপমাত্রায় ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। 

অটো চালক মোঃ সুমন জানান, বর্তমানে গরমের যে অবস্থা গাড়ী লইয়া নামছি রোডে কোনো যাত্রী নাই। গরমে রোডে থাকতে খুবই কষ্ট হচ্ছে।ভ্যান চালক মোঃ সজিব হোসেন বলেন, এই রোদে কাজ কাম নাই, আয়-রোজগার নাই, এখন ভ্যান বিক্রি করে খাওয়া ছাড়া উপায় নাই।

দিন মজুর মোঃ লোকমান জানান, সকাল হলে আমি কাঠালিয়া বাজারে আসি, কিন্তু এই অতিরিক্ত গরমে বাজারে লোকজন কম আশায় বাসায় বাসায় বাজার দিতে পারছি না, তাই ইনকামও হচ্ছে না। এখন অতি কষ্টে দিন কাটছে।

এই বিভাগের আরোও খবর

Logo