চাঁদপুরের ফরিদগঞ্জে পূর্বের শত্রুতার জের ধরে হামলা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
চাঁদপুরের ফরিদগঞ্জে পূর্বের শত্রুতার জের ধরে হামলা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। আহত পরিবারের পক্ষ থেকে ২জনকে বিবাদী করে থানায় অভিযোগ। ঘটনাটি উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নে চরমান্দারী গ্রামে।
অভিযোগ ও ঘটনার সূত্রে জানাযায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মাঝে দীর্ঘদিন দ্বন্দ্ব লেগে রয়েছে। তারই জের ধরে গত ১৯ মার্চ বুধবার রাতে শাহেদ হোসেন ও ইকরাম হোসেন সাথে মারামারি ঘটনা ঘটে। উক্ত ঘটনা স্থানীয় লোকজন মীমাংসা করে দেয়। পরে তারই জেরধরে ২০ মার্চ বৃহস্পতিবার রাতে সাহেদ হোসেন কে একা পেয়ে ইকরাম তার দলবল নিয়ে বেদর মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্বার করে ফরিদগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এদিকে বিচারের দাবিতে শাহেদের মা রুমা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় লোকজন বলেন, ইকরাম নেশার সাথে সম্পৃক্ত । ছোট ঘটনাকে কেন্দ্র করে সাহেদকে মারধর করাটা ঠিক হয়নাই। আমরা এই ঘটনার বিচার চাই।
আহত সাহেদ বলেন, আমি নামাজার যাওয়ার পথে সে কোন কিছু না বলে আমার উপর হামলা চালায়। পরে আমার চিৎকার শুনে স্থানীয় লোকজন তার হাত থেকে আমাকে রক্ষা করে।
ইকরামের পিতা ইকবাল বলেন, আমার ছেলে আর সে এক সাথে চলাফেরা করে। তাদের মাঝে কি নিয়ে সমস্যা হয়েছে আমি যানিনা।
ফরিদগঞ্জ থানার এ এস আই কাউসার বলেন, আমি অভিযোগ পেয়েছি বিষয়টা তদন্ত দিন রয়েছে।