বগুড়া শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দাপ্তরিক মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে বরাদ্দের কথা বলে চাঁদা দাবি করে প্রতারক চক্র।
বগুড়া শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দাপ্তরিক মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে বরাদ্দের কথা বলে চাঁদা দাবি করে প্রতারক চক্র। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার (২০ এপ্রিল) দুপুরে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দাপ্তরিক মুঠোফোন নম্বর ক্লোন করে নিজেকে ইউএনও দাবি করে প্রতারক চক্র উপজেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে টি-আর বরাদ্দ পেতে নিম্নলিখিত নম্বরে 01613259763 টাকা দাবি করে। পরবর্তীতে বিষয়টি সন্দেহ হলে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন এটি প্রতারক চক্রের কাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান বলেন, এ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ফেসবুকে পোস্ট করে সবাইকে সর্তক করি এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।