লোহাগাড়ায় মানহানির দায়ে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ২২ জুন , ২০২৪ ১৬:৩২ আপডেট: ২২ জুন , ২০২৪ ১৬:৩২ পিএম
লোহাগাড়ায় মানহানির দায়ে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন
ভুক্তভোগী যুবলীগ নেতা তৌহিদুল হক তার বক্তব্যে জানান, গত ২০ জুন (বৃহস্পতিবার) প্রবাসী স্ত্রী আনছার খানক কর্তৃক আমার নামে যে সংবাদ সম্মেলন করে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত আমার সম্মানক্ষুন্ন করার জন্য কাহারো ইশারা ইঙ্গিতে এমন ষড়যন্ত্র করছে তারা।

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রবাসী নুরুল কাদের'র স্ত্রী আনছার খানম কর্তৃক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে যুবলীগ নেতার মানহানি করার অভিযোগ উঠেছে।

২১ জুন (শুক্রবার) সকাল ১০ টায় ভুক্তভোগী যুবলীগ নেতা তৌহিদুল হকের লোহাগাড়ার পুরাতন থানা রোডস্থ নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী যুবলীগ নেতা তৌহিদুল হক তার বক্তব্যে জানান, গত ২০ জুন (বৃহস্পতিবার) প্রবাসী স্ত্রী আনছার খানক কর্তৃক আমার নামে যে সংবাদ সম্মেলন করে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত আমার সম্মানক্ষুন্ন করার জন্য কাহারো ইশারা ইঙ্গিতে এমন ষড়যন্ত্র করছে তারা।

এছাড়াও গত ১৪ জুন আমাকেসহ ৬ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে গতকাল ২০ জুন সন্ধ্যায় বৈঠক হওয়ার কথা থাকলেও আনছার কানম আইন অমান্য করে ২০ জুন দুপরেই উক্ত সংবাদ সম্মেলন করে। পরবর্তীতে সন্ধ্যায় বৈঠকেও আনছার খানম বৈঠকে উপস্থিত হননি। সর্বোপরি প্রতিপক্ষের এহেন মনগড়া, মিথ্যা ও ভিত্তিহীন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আব্দুল মন্নানসহ লোহাগাড়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরোও খবর

Logo