ফসলী জমিতে অবৈধ ইটভাটা ও অনুমতিহীন ইট প্রস্তুত করার অপরাধে কুমিল্লার চান্দিনায় দুই ভাটার মালিককে ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় একটি ব্রিক্স ফিল্ডের চিমনি ভেঙ্গে দেয় ভ্রাম্যমান আদালত। শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার গ্রামে মেসার্স রয়েল থ্রি-স্টার ব্রিক্স ফিল্ড ও একই ইউনিয়নের বল্লারচর গ্রামে নিউ রয়েল ব্রিক্স ফিল্ডে পৃথক দুইটি অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর। এসময় ভ্রাম্যমান আদালতে তাদের জরিমানা করা হয়। এসময় মেসার্স নিউ রয়েল বিক্স ফিল্ড এর মালিককে ৬ লক্ষ টাকা ও মেসার্স রয়েল থ্রি-স্টার ব্রিক্স ফিল্ড মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স রয়েল থ্রি-স্টার ব্রিক্স ফিল্ড এর চিমনি গুড়িয়ে দেয় ভ্রাম্যমান আদালত। জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধ ভাবে ফসলী জমিতে জনৈক মঞ্জুর হোসেন নামে এক ব্যবসায়ী চান্দিনার মাইজখার গ্রামে মেসার্স রয়েল থ্রি-স্টার ব্রিকস ও জনৈক হাবিবুর রহমান নামের এক ব্যবসায়ী বল্লারচর গ্রামে মেসার্স নিউ রয়েল ব্রিক্স নামে দুইটি ইট ভাটা স্থাপন করে। অবৈধ ইটভাটা স্থাপনের পাশাপাশি দুইটি ভাটায় প্রতিনিয়ত কৃষি জমির টপ সয়েল এনে অবৈধ ভাবে ইট প্রস্তুতি করা হচ্ছে। তাদেরকে একাধিবার বন্ধের নোটিশ করা হলেও কর্ণপাত করেনি ভাটার মালিকপক্ষ। অবশেষে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলার কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন জানান, অবৈধ ইটভাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাটি সংগ্রহের আইন ও নির্দেশনা মেনে প্রতিটি ভাটার মালিকদের ফসলী জমির টপ সয়েল না আনার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ভাটায় আমাদের অভিযান চলবে।