লোহাগাড়ায় নাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের সেমি-ফাইনাল খেলা সম্পন্ন

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:৪০ আপডেট: ৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:৪০ পিএম
লোহাগাড়ায় নাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের সেমি-ফাইনাল খেলা সম্পন্ন
চট্টগ্রামের লোহাগাড়ার সামাজিক সংগঠন আল-ইখওয়ান সোসাইটির সদস্যদের পরিচালনায় নাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের লোহাগাড়ার সামাজিক সংগঠন আল-ইখওয়ান সোসাইটির সদস্যদের পরিচালনায়  নাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাতে  উপজেলার পদুয়া ২নাম্বার ওয়ার্ডের বালির পাড়া ও সায়ের পাড়া জামে মসজিদের পাশের মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক ও ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার। বিশিষ্ঠ সমাজসেবক ও ব্যবসায়ী রফিকুল আলম কোম্পানির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কামাল উদ্দিন, সাইফুল ইসলামসহ অন্যান্যরা। এসময় প্রধান অতিথি নুরুল ইসলাম সিকদার বলেন, খেলাধূলা করলে শরীর ও মন দুটোই ভাল থাকে। সেই সাথে যুবসমাজ মাদকসহ বিভিন্ন অপরাধজনিত কাজ থেকে দূরে থাকতে পারে। তাই সবার উচিৎ ছেলে মেয়েদের খেলায় উৎসাহিত করা এবং তাদের খেলার যাবতীয় সহয়তা করা।

এই বিভাগের আরোও খবর

Logo