লোহাগাড়ার শহীদ ইশমামুল হকের বড় ভাই পেলেন চাকরি

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ১৫ আগস্ট , ২০২৪ ১৫:৪৭ আপডেট: ১৫ আগস্ট , ২০২৪ ১৫:৪৭ পিএম
লোহাগাড়ার শহীদ ইশমামুল হকের বড় ভাই পেলেন চাকরি
১৪ আগস্ট (বুধবার) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবকে চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহকারী পদে নিয়োগ দেন।শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবকে নিয়োগ প্রদানকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান ।এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ইশমামুল হকের পরিবারকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

কোটা সংস্কারের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইশমামুল হকের বড় ভাই মুহিবকে সরকারি চাকরি দেওয়া হয়েছে।

১৪ আগস্ট (বুধবার) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবকে চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহকারী পদে নিয়োগ দেন।শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবকে নিয়োগ প্রদানকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান ।এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ইশমামুল হকের পরিবারকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

১২ আগস্ট (সোমবার)চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান লোহাগাড়া উপজেলা পরিষদ পরিদর্শন করতে আসলে লোহাগাড়ায় শহীদ হওয়া আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় নিহত ইশমামুল হকের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে তার পরিবারকে সান্তনা দেন এবং তার বড় ভাইকেও চাকরি দিবেন বলে কথা দেন।এসময় শহীদ ইশমামুল হকের বাড়িতে যাতায়াতের সড়কটি অতি দ্রুত সংস্কার করে শহীদ ইশমামুল হক সড়ক করার ঘোষণা দেন।


 

এই বিভাগের আরোও খবর

Logo