কুড়িগ্রামে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অধ্যক্ষ আব্দুল হাই মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পনির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক লস্কর আলী, অর্থ সম্পাদক হাফিজ রুহুল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল আখতার, সমাজকল্যাণ সম্পাদক হুমায়ূন আহমেদ এবং অধ্যক্ষ এরশাদুল হক খান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সরকার দলীয় নেতাকর্মীদের অবকাঠামোবিহীন প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্ত করলেও রাজনৈতিক কারণে তাদেরকে অধিকারবঞ্চিত করে রাখা হয়েছে। তারা সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করার দাবি জানান। এসময় কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনও মানববন্ধনে অংশগ্রহণ করে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। তারা সতর্ক করে দিয়ে বলেন, যদি কোনো শিক্ষক বা কর্মচারী পুলিশের টিয়ারশেল বা গরম পানির আক্রমণে মারা যান, তাহলে তারা সেই লাশ বাড়িতে না পাঠিয়ে সারাদেশে কাঁধে করে ঘুরিয়ে দেখাবেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। বক্তারা বলেন, বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে হলেও আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরব।