ভোলার লালমোহন উপজেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি এর স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম,উপজেলা বি এন পি এর সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, যুগ্ন আহবায়ক সোহেল আজিজ শাহীন পাটোয়ারী, লালমোহন মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি জনাব মোসলেউদ্দিন, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বলেন গত সতের বছরে বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশে নষ্ট করে দিয়েছে এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফেরাতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানানো হয়।