লামায় মদপানে একজনোর মৃত্যু।

মোহাম্মদ হাছান প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৪০ আপডেট: ২৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৪০ পিএম
লামায় মদপানে একজনোর মৃত্যু।
লামায় মদপানে নুরুল আলম (৩৩) নামে একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে।

লামায় মদপানে নুরুল আলম (৩৩) নামে একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ভোররাত ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। সে লামা পৌরসভার লাইনঝিরি এলাকার হারুণ এর ছেলে।
লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ সাইফুদ্দিন মোঃ মুরাদ বলেন, ভোর রাত ৫টা ২০ মিনিটে নুরুল আলমকে তার বন্ধুরা লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। নুরুল আলম আমাদের জানায় সে মদ পান করেছে। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। অতিরিক্ত মদ পানের কারণে তার মৃত্যু হয়েছে। খবর নিয়ে জানা যায় গতরাত ২টা পর্যন্ত নুরুল আলম তার পরিচিত মেহমানের সাথে মিরিঞ্জা রয়েল রিসোর্টে ছিল। লামা মিরিঞ্জার রয়েল রিসোর্টের সার্ভিস বয় মিলন ত্রিপুরা বলেন, গতকাল ঢাকা থেকে ২ জন গেস্ট তাদের রিসোর্টে বেড়াতে আসে। লাইনঝিরি এলাকার নুরুল আলম তাদের পরিচিত। নুরুল আলম রাত ২টা পর্যন্ত মেহমানদের সাথে ছিল। রাত ২টার পর নুরুল আলম বের হয়ে যায়। তারপর কি হয়েছে রয়েল রিসোর্ট কর্তৃপক্ষ জানেনা।


এই বিভাগের আরোও খবর

Logo