লামায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হাছান প্রকাশিত: ১৭ এপ্রিল , ২০২৪ ০৮:৩১ আপডেট: ১৭ এপ্রিল , ২০২৪ ০৮:৩১ এএম
লামায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত
স্বাধীনতা ঘোষণার পর এই দিন স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে। ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়।

স্বাধীনতা ঘোষণার পর এই দিন স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে। ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়।

১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১৭ এপ্রিল থেকে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে ১০ এপ্রিল মুজিবনগরে (মেহেরপুর) গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার এবং সেই সরকারই ১৭ এপ্রিল শপথ নেয়।
এর পর এই মুজিবনগর সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়।

দিবসটি উপলক্ষে লামা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হোসেন চৌধুরী ।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ, রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা,  উপজেলা আ, লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ সরকারি- বেসরকারি দপ্তরে প্রতিনিধিবৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo