বদলগাছিতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুবাস চন্দ্র প্রকাশিত: ২৯ জানুয়ারী , ২০২৫ ১৯:৩১ আপডেট: ২৯ জানুয়ারী , ২০২৫ ১৯:৩১ পিএম
বদলগাছিতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নওগাঁর বদলগাছীতে মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে সোমবার সন্ধ্যা ৭ টায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বদলগাছী উপজেলা শাখার সহ-অর্থ সম্পাদক মো. সোহেল রানা

নওগাঁর বদলগাছীতে মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে সোমবার  সন্ধ্যা ৭ টায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বদলগাছী উপজেলা শাখার সহ-অর্থ সম্পাদক মো. সোহেল রানা এবং কোলা ইউনিয়নের কৃষক দলের সাধারন সম্পাদক  শফিউল আলম সাবু। এ সময় শফিউল আলম সাবু তার লিখিত বক্তব্যে বলেন, 'আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির সাথে জড়িত এবং বদলগাছী কোলা ইউনিয়নের কৃষক দলের সাধারন সম্পাদক । গত ২৫/০১/২০২৫ ইং তারিখ রাত্রি আনুমানিক ১০/১১ ঘটিকায় "দৈনিক সোনালী কন্ঠের" সাংবাদিক মো. সাগর হোসেন তার ফেসবুক ব্যক্তিগত আইডি "দৈনিক গ্রামীণ জনপদ" নিউজ পেজে বদলগাছী উপজেলা কোলা ইউনিয়ন কৃষক দলের সাধারন সম্পাদক শফিউল আলম সাবু'র বিরুদ্ধে ‘জমি আছে ঘর নাই প্রকল্পের শিরোনামে’ নিম্ন বর্ণিত ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ তোলেন। কিন্তু দক্ষিণ কেশাইল গ্রামের মো. তছলিম উদ্দিন, পিতা: মৃত নীল চান, মোছা: আখি, স্বামী- তছলিম উদ্দিন, মোছা: বুলু, স্বামী মোঃ আতোয়ার রহমান এদের বক্তব্যে যা উঠে এসেছে এই বক্তব্যের মধ্যে আমার সম্পৃক্ততার কোনও প্রমাণ মিলেনি। এছাড়াও একজন সাংবাদিক কারো বিরুদ্ধে নিউজ করার পূর্বে সেই অভিযুক্ত ব্যক্তির মতামত বা মন্তব্য গ্রহণ করেন। কিন্তু সাংবাদিক সাগর হোসেন আমার কোনও মতামত বা মন্তব্য নেননি। সামাজিক এবং রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে উল্লিখিত নিউজটি করেন। যার কোনও ভিত্তি নাই। পরবর্তীতে আমি তার বাড়িতে গিয়ে তার পিতা-মাতাসহ তাকে বিভিন্ন ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়েছি মর্মে ২৬/০১/২০২৫ ইং তারিখে তিনি আরও একটি নিউজ করেন। যা সম্পূর্ণ মিথ্যা, ভিক্তিহীন ও বানোয়াট। অথচ কয়েকদিন যাবত তার সাথে আমার দেখা-সাক্ষাত বা কোনও কথাই হয়নি। 

আমি এই ভুয়া সংবাদ এবং হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকমহল ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এবং মো. সোহেল রানা তার বক্তব্যে বলেন,আমি জাতীয়তাবাদী কৃষক দলের বদলগাছী উপজেলা শাখার সহ-অর্থ সম্পাদক।আমার পাশের গ্রামের ছেলে  "দৈনিক সোনালী কন্ঠের" সাংবাদিক মো. সাগর হোসেন তার ফেসবুক ব্যক্তিগত আইডি "দৈনিক গ্রামীণ জনপদ" নিউজ পেজে দক্ষিণ কেশাইল গ্রামের মো. তছলিম উদ্দিন, পিতা: মৃত নীল চান, মোছা: আখি, স্বামী- তছলিম উদ্দিন, মোছা: বুলু, স্বামী মোঃ আতোয়ার রহমান এদের কে  ভুল-ভাল বুঝিয়ে কোন ভাইয়ের এজেন্টা ব্যস্তবায়নের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা, ভূয়া সমাজে হেয় প্রতিপন্ন ও মানহানি করার লক্ষ্যে উল্লিখিত নিউজটি করেন।আমি,বস্তুনিষ্ঠ সাংবাদিক মহল ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এই বিভাগের আরোও খবর

Logo