নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় অবস্থিত মধইল । আর এই মধইলকে কেন্দ্র করে তৈরি করা হয় ফেসবুক গ্রুপ " মধইল পরিবার " । এই ফেসবুক গ্রুপটি অরাজনৈতিক এখানে কোন রাজনৈতিক পোস্ট করা হয় না। এই ফেসবুক গ্রুপটি মূলত তৈরি করা হয় সমাজ সেবা মূলক কাজ করার জন্য। তার মধ্যে একটি কাজ হচ্ছে শীতবস্ত্র বিতরণ। মধইল পরিবার ফেসবুক গ্রুপের এডমিন এবং মডারেটররা গরীব অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। এডমিন ও মডারেটর দের মধ্যে ছিলেন রিফাত হাসান, নাজমুল হোসেন, রবিউল আওয়াল সানি, মাসুম বিল্লাহ, শাহারিয়া শুভ, মোস্তাকিম আহম্মেদ, জাকারিয়া সজিব, নাজমুল, আলামিন ইসলাম, সোহান আহম্মেদ । আরো সার্বিক সহযোগিতায় ছিলেন মধইল পরিবারের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী। "মধইল পরিবার" ফেসবুক গ্রুপটির মাধ্যমে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করেছেন। ২৪ এ গণঅভ্যুত্থানের আন্দোলন, মধইল পরিষ্কার পরিচ্ছন্ন, অসহায় ও গরিব ব্যক্তিদের সাহায্য সহযোগিতা, মোস্তাফিজুর রহমান হত্যার বিচার চেয়ে মানববন্ধন ইত্যাদি বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করেছেন "মধইল পরিবার" ফেসবুক গ্রুপটি ।