২৩ মার্চ, ২০২৫ রবিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন লংগদু সদর ইউনিয়নের ভাইবোন ছড়া ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ভাইবোন ছড়া ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এসিসট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জব্বার।
এছাড়াও উপস্থিত ছিলেন লংগদু সদর ইউনিয়ন নায়েবে আমীর মোঃ আবুবকর, ইউনিয়ন সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবুবকর ছিদ্দিক।
ইফতার পুর্ব আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন। রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি মাসগুলো যেন আল্লাহ তায়ালা নির্দেশিত ও রাসুল (সাঃ) প্রদর্শিত পথে চলতে পারি সেই আহবান করেন।
পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাইবোন ছড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এমদাদ বিন সাদেক। দোয়া ও মোনাজাত পরবর্তীতে সকলের মাঝে ইফতারি পরিবেশন করা হয়।