রামপালে ওয়ার্ল্ড ভিশনের নগদ আর্থিক সহায়তা পেলে ৩৮০ হতদরিদ্র পরিবার।

মোঃমাসুম বিল্লাহ প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:০৬ আপডেট: ২৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:০৬ পিএম
রামপালে ওয়ার্ল্ড ভিশনের নগদ আর্থিক সহায়তা পেলে ৩৮০ হতদরিদ্র পরিবার।
বাগেরহাটের রামপালে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বাগেরহাটের রামপালে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার হুড়কা, রামপাল সদর, রাজনগর ও বাঁশতলী ইউনিয়নের ৩৮০ টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারের মাঝে সহায়তার ১৮,৩০০ টাকা করে সুবিধাভোগী পরিবারের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। এসময় সুবিধাভোগীদের মাঝে অর্থসহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ(ওসি) সেলিম রেজা, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান।উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ইশিতা বৈরাগী, পার্থ সারথি দোবে, সৈয়দ ইসতিয়াক আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo