নারী ধর্ষণ ও নারীদের যৌন নির্যাতনের প্রতিবাদে রামগঞ্জে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২:৩০ মিনিটে রামগঞ্জ সিটি প্লাজার সামনে এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ছাএদের উদ্যোগ এ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিক্ষোভে নারীর প্রতি সহিংসতা, যৌন নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকলের সোচ্চার ভূমিকা নিশ্চিত করতে চাওয়া হচ্ছে। বিক্ষোভে অংশ নিতে সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা বিশ্বাস করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে এবং নারীদের প্রতি সহিংসতার অবসান ঘটাতে।