কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদকে ধারণ করে , ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১০জুন সকাল ১১টায় কৃষি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালী শেষে ফিতা কেটে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মেলায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, জাপা নেতা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
মেলার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। মেলায় ১৩ টি স্টলে কন্দাল জাতীয় ফসল এবং বিভিন্ন ফলজ,বনজ বৃক্ষ প্রদর্শন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।