দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী , ২০২৫ ১৬:৪০ আপডেট: ২০ ফেব্রুয়ারী , ২০২৫ ১৬:৪০ পিএম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি ও স্বৈরাচারের দোসরদের বিচারসহ জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি ও স্বৈরাচারের দোসরদের বিচারসহ জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। এডভোকেট ফজলুর রহমান সমাবেশে বলেন, জাতীয় নির্বাচনের দাবিতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সারা দেশব্যাপী আন্দোলন চলছে এবং এই আন্দোলন সামনে অব্যাহত থাকবে। জাতীয় নির্বাচনকে কোনোক্রমেই আর বিলম্বিত হতে দেওয়া যাবে না। তিনি জামায়াত ইসলামের তীব্র সমালোচনা করে বলেন, জাতীয় নির্বাচনে আগে স্থানীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে জামায়াত নোংরা রাজনীতিতে লিপ্ত হচ্ছে। জামায়াত বেইমান ও মোনাফেকদের দল। এই দল অতীতে বিএনপির কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়ে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ফজলুর রহমান আরো বলেন, ভারতের সঙ্গে আর গোলামী নয়, আমাদের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠিত সমাবেশে জেলার ১৩ টি উপজেলার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুর থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন। সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীসহ মানুষের উপস্থিতি ছিল ব্যাপক। 

এই বিভাগের আরোও খবর

Logo