রাজাপুরে আবুল বাসার হত্যাকান্ডের আসামি রানা( শুটার রানা) পটুয়াখালী থেকে গ্রেফতার

মোঃ ইমরান মুন্সি প্রকাশিত: ১৩ মার্চ , ২০২৫ ১২:১৮ আপডেট: ১৩ মার্চ , ২০২৫ ১২:১৮ পিএম
রাজাপুরে আবুল বাসার হত্যাকান্ডের আসামি রানা( শুটার রানা) পটুয়াখালী থেকে গ্রেফতার
ঝালকাঠির রাজাপুরে দিনমজুর আবুল বাসার (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি মো.রানা ওরফে শুটার রানাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮

ঝালকাঠির রাজাপুরে দিনমজুর আবুল বাসার (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি মো.রানা ওরফে শুটার রানাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। মঙ্গলবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‍্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান। গ্রেপ্তারকৃত রানা ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে।  র‍্যাব সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামের একটি রাস্তার ওপর দিনমজুর আবুল বাশারকে ধারালো চাকু ও এন্টি কাটার দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে রানা ও তার সহযোগীরা। আহত অবস্থায় আবুল বাশার দৌড়ে পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ৩ ফেব্রুয়ারি রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যাকাণ্ডের সাথে আসামিদের জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর র‍্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এর ভিত্তিতে র‍্যাব-৮ আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে। র‍্যাব আধুনিক প্রযুক্তির সহায়তায় শুটার রানার অবস্থান শনাক্ত করে সোমবার (১০ মার্চ) বিকেলে পটুয়াখালীর মহিপুর থানাধীন লেবুবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে এ মামলায় র‍্যাব-৮ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছিল। র‍্যাব-৮ জানিয়েছে, দিনমজুর আবুল বাশার হত্যাকাণ্ডের সাথে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo