নেত্রকোণার কেন্দুয়ায় গন্ডা ইউনিয়নের বীর মাইজহাটি গ্রামে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি ও বেড়িবাঁধ কেটে অবৈধ খাল খননের প্রতিবাদে এবং খননকৃত অংশ ভরাটের দাবিত অবস্থান কর্মসূচি পালন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে ।
রবিবার (২৪ আগস্ট) বেলা ২টায় বীর মাইজহাটি গ্রামবাসির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ অবস্থান কর্মসূচি পালন ও পরে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বরাবর স্মারক লিপি প্রদান করা হয় ।
বক্তব্য রাখেন, ভুক্তভোগী মো. আব্দুল হালিম খোকন, মো. মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব মো. আব্দুল সালাম (অবঃ আর্মি ওয়ারেন্ট অফিসার) ।
বক্তারা, অবৈধভাবে খাল খনন ও বেড়িবাঁধ কাটার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপে স্থায়ী সমাধানের দাবি জানান । সেই সাথে গত ২০ আগস্ট জোরমূলে ফসলি জমির যতটুকু খনন করা হয়েছিলো তা ভরাটের জোর দাবিও তুলেন । তারা আরো বলেন, গড়াডোবা ইউনিয়নের দুই এক গ্রামের লোকজন এর সাথে জড়িত । এ সময় উপস্থিত ছিলেন, মো. মুসলেম উদ্দিন, মো. নজরুল ইসলাম, হলুদ মিয়া, হাশিম উদ্দিন, মো. ইলিয়াস রহমানসহ এলাকাবাসী ।