শরীয়তপুরে ইসলাম ধর্ম অবমাননায় আটক হিন্দু ব্যবসায়ি

সাকিব হোসেন প্রকাশিত: ১ মে , ২০২৪ ০৫:৪৪ আপডেট: ১ মে , ২০২৪ ০৫:৪৪ এএম
শরীয়তপুরে ইসলাম ধর্ম অবমাননায় আটক হিন্দু ব্যবসায়ি
শরীয়তপুরের ভেদরগঞ্জে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কুটক্তি করায় এক হিন্দু স্বর্ণকারকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ এপ্রিল) সকালে তাকে আটকের পর আদালতে প্রেরণ করে হয়েছে।

শরীয়তপুরের ভেদরগঞ্জে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কুটক্তি করায় এক হিন্দু স্বর্ণকারকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ এপ্রিল) সকালে তাকে আটকের পর আদালতে প্রেরণ করে হয়েছে। 
 
আটক সঞ্জয় রক্ষিত মহিষার ইউনিয়নের সাজনপুর এলাকার বাসিন্দা মৃত হরি নারায়ন রক্ষিত এর ছেলে। সে সাজনপুর বাজারে স্বর্ণকারের দোকান পরিচালনা করে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১১টায় নিজের ফেসবুক স্টোরিতে ইসলাম ধর্মের সুন্নতে খাৎনা নিয়ে একটি আপত্তিকর মন্তব্য পোস্ট করে সঞ্জয় রহিত নামে ঐ ব্যাক্তি। ঐ মন্তব্যের স্কীনশর্ট ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয় এবং ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি অবগত হয়ে সঞ্জয় রহিতকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। 
 
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, এ ঘটনায় সঞ্জয় রহিত নামে একজনকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo