রাজবাড়ী জেলার ‍গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আগুনে পুড়ে ছাই অসহায় হাসির বসতঘর

মোঃমজিবুর রহমান খান জুয়েল প্রকাশিত: ২২ এপ্রিল , ২০২৫ ১৭:৫৮ আপডেট: ২২ এপ্রিল , ২০২৫ ১৭:৫৮ পিএম
রাজবাড়ী জেলার ‍গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আগুনে পুড়ে ছাই অসহায় হাসির বসতঘর
রাজবাড়ী জেলার গোয়লন্দ উপজেলার দৌলতদিয়ায় বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে

রাজবাড়ী জেলার গোয়লন্দ উপজেলার দৌলতদিয়ায় বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ দূর্ঘটনা ঘটেছে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে  ঢাকা-খুলনা মহাসড়কের পাশে হোসেন মন্ডল পাড়া গ্রামে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল  ৯ টার সময় বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে  মোঃ রশিদ মন্ডলের একটি থাকার ঘর থেকে  আগুন লেগে বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়দেরা জানায়, হঠাৎ করে দেখে তাদের ঘরের মধ্যে থেকে ধোয়াঁ  বের হচ্ছে। এটি দেখে আগুন আগুন বলে চিৎকার করলে লোক জন আসতে আসতে আগুন পুরো ঘরে লেগে যায়। এ সময় ঐ বাড়ীতে কেউ না থাকায় ঘরের আসবাব পত্র বের করা সম্ভব হয় নাই।স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

এর মধ্যেই ওই ঘরের মধ্যে থাকা চাউল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ অনেক কিছু পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারণা  ঘরে বৈদ্যুতিক সর্টসাকিট থেকে  এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তাদের ৫০ থেকে ৭০ হাজার  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাসি বেগমের মা বলেন”আমি বাড়ী থেকে কিছুক্ষণ আগে বাজারে যায় পান সুপারি কিনতে বাজার থেকে এসে দেখি আমার হাসির ঘর পুড়ে গেছে।আমার হাসি মানুষের বাড়ীতে বাড়ীতে কাজ করে খায়।মাঝে মাঝে খাবার  হোটেলে রান্নার কাজ করে সংসার চালায় কোন রকম।এখন আমাদের একটি থাকার ঘর ও অনেক কিছু পুড়ে গেছেেআমার মেয়ে অনেক কষ্ট করে  এই ঘরটি তুলেছিলো আজ সেই ঘর পুড়ে ছাই হয়ে গেছে।আমার মেয়ে আজ কাজে গেছে এখনো কোন কিছু শোনে নাই।”

এ প্রসঙ্গে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন  অফিসার মোঃ আব্দুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু তার বাড়িতে থাকা আসবারপত্র ও মালা মাল আমরা উদ্ধার করতে পারিনি সব কিছু পুড়ে গেছে। আমরা দ্রুত সময়ের মাঝে আগুন নিয়ন্ত্রনে আনার কারনে  পুরো বাড়ীতে আগুন লাগা থেকে  উদ্ধার করতে পেরেছি।এসময়ের মধ্যে তাদের একটি থাকার ঘরসহ সাথে রান্না ঘর পুড়ে যায়। তবে তাদের অপর একটি থাকার ঘর উদ্ধার করতে পেরেছি। এতে প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে পরিবারটি।

এই বিভাগের আরোও খবর

Logo