রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। ৮ মার্চ ২০২৫ তারিখ শনিবার সকালে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, গেল ২৩ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকে সাত নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি ও ছুরিকাঘাত করে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুবৃত্তরা।