৬ষ্ঠ উপজেলা নির্বাচন (২য়ধাপে) আগামী ২১ মে অনুষ্ঠিত হবে শার্শা, চৈাগাছা, ঝিকরগাছা উপজেলা নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেঅনুষ্ঠানের লক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের সভা শনিবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ উপজেলা নির্বাচন (২য়ধাপে) আগামী ২১ মে অনুষ্ঠিত হবে শার্শা, চৈাগাছা, ঝিকরগাছা উপজেলা নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেঅনুষ্ঠানের লক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের সভা শনিবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়।
সভার একটি উদ্দেশ্য সুষ্ঠ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। যাতে ভোটাররা নিবিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে। কোন প্রার্থীর সমর্থনরা ভয়ভীতি দেখাতে না পারে, এজন্য সবধরনের প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। মাঠ পর্যায়ে নিরাপত্তার জন্য থাকবে পুলিশ, র্যাব,২ উপজেলায় বিজিবি ২ প্লাটুন, শার্শায় ৪ প্লাটুন, সহ গোয়েন্দা সংস্থা। কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কোন কেন্দ্রে ঝামেলা হতে পারে, সেগুলোয় খোঁজ খবর রাখছে পুলিশ । এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম শাহীন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম শাহীন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান বিজিবি, র্যাব সহ তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।