যশোর-ঝিনাইদহ মহাসড়কের নতুন খয়েরতলার তেতুলতলা মোড়ে ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত কলেজ ছাত্রের নাম আসিফ হোসেন। তিনি যশোর পলিটেকনিক কলেজের ছাত্র ও সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। রোববার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও তার মোটরসাইকেলের পিছনে থাকা সহযোগী রাকিবুল ইসলাম শুভ জানিয়েছেন, পাসপোর্ট অফিসে একটি জরুরি কাজ শেষ করে তারা বাড়ি ফিরছিলেন। হাইওয়েতে উঠে আসিফ হোসেন এলোমেলোভাবে মোটরসাইকেল চালানো শুরু করে। এসময় সাথে থাকা শুভ তাকে স্বাভাবিকভাবে চালানোর কথা বলে। কিন্তু সেভাবেই গাড়ি চালাতে থাকে এবং একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।