যশোর প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১ ফেব্রুয়ারী , ২০২৪ ০৬:১৯ আপডেট: ১ ফেব্রুয়ারী , ২০২৪ ০৬:১৯ এএম
যশোর প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার
যশোর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার সকালে। ৩৮টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবে ২৮ হাজার ৫৫ পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।

যশোর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার সকালে। ৩৮টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবে ২৮ হাজার ৫৫ পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।

পরীক্ষা সুষ্ঠভাবে গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান। প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ৩৮টি কেন্দ্রের মধ্যে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের আব্দুল হাই কলা ভবনে ৯০০,একাডেমিক ভবনে ৫৪২,বিজ্ঞান ভবনে ৬৭৬ পরীক্ষার্থী, পুরাতন বিজ্ঞান ভবনে ৫৫৮, নতুন বিজ্ঞান ভবনে ৭২৪,যশোর কলেজের ১১০০, জিলা স্কুলে ১ হাজার ৬৪,সম্মিলনী ইনস্টিটিউশনে ৭০০, ইসলামীয়া বালিকা বিদ্যালয়ে ৫০০, আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমিতে ৫০০, আমিনিয়া কামিল মাদ্রাসায় ৬০০, এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজের ৫৫০, কালেক্টরেট স্কুলে ৭০০, হামিদপুর আল হেরা কলেজের ৬০০, সরকারি সিটি কলেজের কলা ভবনে ৬০০,বিজ্ঞান ভবনে ৫৩০, বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহে ৫০০, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮০০, মুসলিম একাডেমিতে ৫১২, আব্দুর রাজ্জাক কলেজের আলী রেজা রাজু ভবনে ১১৭২, এসএম কামাল উদ্দীন ভবনে ৫৪২, মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুলের ৭২২, সরকারি মহিলা কলেজের কলা ভবনে ৭০০,বিজ্ঞান ভবনে ৮৪০, ক্যান্টনমেন্ট কলেজের নজরুল ভবনে ১৪০০, মাইকেল মধুসূদন ভবনে ১১৫০, অনার্স ভবনে ৫০০, পুলিশ লাইন স্কুলে ৭১৬, সেবা সংঘ বালিকা বিদ্যালয়ে ৪০০, বিএড কলেজে ৮০০, শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ১২৩৫, উপশহর মহিলা ডিগ্রি কলেজের ১০০০, নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলে ৭৬২, পলিটেকনিক ইন্সটিটিউটরে একাডেমি ,ডুইং,সিভিল, ম্যাকানিক্যাল ও প্রাইমারি স্কুল ভবনে ৬৫০, কম্পিউটার, অডিটোরিয়াম ও পাওয়ার ভবনে ৮৬০, উপশহর কলেজের ৬০০, নিউটাউন বালিকা বিদ্যালয়ে ৮০০, যশোর সরকারি কলেজে ৫৫০ পরীক্ষার্থী অংশ নেবে। জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান পরীক্ষা শেষে যশোর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের পরীক্ষার খাতা শিক্ষা প্রাথমিক শিক্ষা অডিদপ্তরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বুয়েটের পাঠানো হবে। বুয়েট থেকে ফলাফল তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর ফলাফল ঘোষনা করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo