বাগেরহাটের মোল্লাহাটে মানুষিক ভারসাম্যহীন এক মা'য়ের আক্রমণে মেয়ে গুরুত্ব আহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার চরদারিয়ালা গ্রামের ইমদাদুল শেখের বাড়িতে ঘটনাটি ঘটে। ইমদাদুল শেখ জানান, তার স্ত্রী একজন মানুষিক ভারসাম্যহীন, ঘটনার দিন সকাল ১১ টায় তার স্ত্রী জাকিয়া হঠাৎ পাগলামি শুরু করে, ইমদাদুলকে দা হাতে তেড়ে আসে, ইমদাদুল তাকে সামলাতে ব্যার্থ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর জাকিয়া ঘরে ঢুকে দরজা বন্ধ করে নিজের ১২ বছর বয়সী কন্যা মরিয়ামের উপর আক্রমন করে। মরিয়ামের ঠোঁট, গাল ও শরিরের বিভিন্ন স্পর্শকাতর স্থান কামড়ে ছিঁড়ে ফেলে। এলাকাবাশী জানায়, মরিয়ামের কান্না ও ডাক চিৎকার শুনে তারা উদ্ধার করতে এগিয়ে আসলে জাকিয়া পাগলি ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের পাইপ খুলে আগুন লাগানোর চেষ্টা করে। এসময়ে ইমদাদুল এলাকাবাসীর সহায়তায় ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে মেয়েকে রক্তাক্ত ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মানুষিক ভারসাম্যহীন মা'য়ের আক্রমণে মেয়ে গুরুত্ব জখম হয়েছে। আহত মরিয়ামকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, মরিয়ামের মা জাকিয়াকে চিকিৎসার জন্য মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়েছে।