মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এক ব্যবসায়ী

মোঃ মোহসীন রাসেল প্রকাশিত: ২৩ জুন , ২০২৪ ১৪:০৫ আপডেট: ২৩ জুন , ২০২৪ ১৪:০৫ পিএম
মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এক ব্যবসায়ী
এরা পার্শ্ববর্তী হিজলার ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ঢালীর নিকটাত্মীয় বলে জানা গেছে। ব্যবসায়ী সগির সিকদার সংবাদ মাধ্যমকে জানান, গত ২০ এপ্রিল তার ম্যানেজার মন্নান এক ক্রেতার কাছে মাল বিক্রি করলে তাকে মারধর করে সেই মাল আটকে দেয় এই বাহিনী। এছাড়া গত ২ মে সন্ত্রাসী ছালা ব্যবসায়ী সগির সিকদারের মটর সাইকেলে চাবী নিয়ে যায়। পরবর্তীতে চেয়ারম্যান জামাল ঢালীর মধ্যস্থতায় তা ফিরিয়ে দেন। এছাড়াও গত ২০ জুন ম্যানেজার মন্নানের কাছ থেকে এক ক্রেতার নিকট ২ হাজার ইট বিক্রির জমা বাবদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেন এই সন্ত্রাসী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিরাজ গোলদার।

মেহেন্দিগঞ্জ ও হিজলার সীমান্তবর্তী উওরচর এলাকার ইট খোয়া ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য মোঃ সগির সিকদার এলাকার চিহৃিত সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সরেজমিনে মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়ার ইউনিয়নের উত্তরের চর আলীগঞ্জ ব্রিজ সংলগ্ন বাজারে গিয়ে ব্যবসায়ীদের সাথে আলাপ কালে জানা যায়, হিজলার ধূলখোলা ইউনিয়নের  মুর্তিমান আতংক সালাউদ্দিন ঢালী ছালা  নিজাম উদ্দিন ঢালী নিজা, মিরাজ গোলদার, বাবু ঢালীসহ আরো একাধিক সন্ত্রাসী দীর্ঘদিন থেকে চাঁদা দাবী করে আসছে এই ব্যবসায়ীর কাছে। ব্যবসায়ী ছগির সিকদার চাঁদা দিতে অস্বীকার করায় তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় তারা। ঐ এলাকার বিভিন্ন জায়গায় বিক্রির জন্য মজুত রাখা প্রায় লক্ষাধিক ইট এবং এক হাজার ফুট খোয়া বিক্রিতে বাঁধা দিয়ে আসছে এই সন্ত্রাসী গোষ্ঠী।

এরা পার্শ্ববর্তী হিজলার ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ঢালীর নিকটাত্মীয় বলে জানা গেছে। ব্যবসায়ী সগির সিকদার সংবাদ মাধ্যমকে জানান, গত ২০ এপ্রিল তার ম্যানেজার মন্নান এক ক্রেতার কাছে মাল বিক্রি করলে তাকে মারধর করে সেই মাল আটকে দেয় এই বাহিনী। এছাড়া গত ২ মে সন্ত্রাসী ছালা ব্যবসায়ী সগির সিকদারের মটর সাইকেলে চাবী নিয়ে যায়। পরবর্তীতে চেয়ারম্যান জামাল ঢালীর মধ্যস্থতায় তা ফিরিয়ে দেন। এছাড়াও গত ২০ জুন ম্যানেজার মন্নানের কাছ থেকে এক ক্রেতার নিকট ২ হাজার ইট বিক্রির জমা বাবদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেন এই সন্ত্রাসী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিরাজ গোলদার।

তাৎক্ষণিক বিষয়টি মোবাইলে ম্যানেজার মন্নান ব্যবসায়ী সগিরকে জানালে তিনি উপজেলা ছাত্রলীগ সভাপতি নিরব বেপারী, যুবলীগ সভাপতি পারভেজ চান, ইউপি চেয়ারম্যান আঃ মকিম তালুকদার ও জামাল ঢালীকে অবহিত করলেও কোনো সুরাহা করতে পারিনি তারা। এই সন্ত্রাসী বাহিনী তার কাছে ৫ লক্ষ টাকা পাবে বলে দাবী করে আসছে কিন্তু এর কোনো প্রমান দেখাতে পারেনি তারা। এ ব্যাপারে চরএককরিয়ার ইউপি চেয়ারম্যান আঃ মকিম তালুকদারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমি অবহিত আছি। অপরদিকে ধূলখোলা ইউপি চেয়ারম্যান জামাল ঢালীর ০১৭৩৩২৯৯৫৭২ মুঠো ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের কাছে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন,ভিকটিম থানায় অভিযোগ দিলে আমি আইনি সহায়তা দেবো।

এই বিভাগের আরোও খবর

Logo