মাদকের স্বর্গ রাজ্য বলে খ্যাত জামালপুরের মেলান্দহ বাজারের পাশা মার্কেটস্থ গনিশাহ'র মাজার এবং দুরমুঠ হযরত শাহ কামাল (র:) মাজার এলাকায় মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অংশগ্রহণ করে গাঁজা বিক্রি ও সেবনরত অবস্থায় মঙ্গলবার ০৫(পাঁচ) জনকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেছেন। মেলান্দহ উপজেলা ইসলামি শাসনতন্ত আন্দোলন মাদক কারবারি নিয়ন্ত্রণে জোরদার ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দীর্ঘ দিন যাবত দাবি করে আসছে। এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।