জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেজবাউল হকের পদত্যাগের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র জনতার। মঙ্গলবার বেলা ১১ টার সময় মানিকগঞ্জ কোর্ট চত্বরে মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সেখানে তারা ৪ দফা দাবি তুলে ধরে। দফাগুলো হচ্ছে আইনজীবীর ১.ক্ষমা চাইতে হবে২. প্রত্যাহার পত্র জমা দিতে হবে ৩.আদালত চত্বরের প্রবেশ করিতে পারিবে না ৪.স্বৈরাচারের পক্ষে দালাল মুক্ত আদালত চত্বর চাই। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার প্রতিনিধি বিএম ইয়াছিন সাগর আমাদের জানায়, "আওয়ামী লীগের দোসর যুবলীগের নেতাদের জামিন করানোর জন্য মামলা লড়ে যাচ্ছে বিএনপি'র সহ সভাপতি মেজবাউল হক। " তাকে আইনজীবী সমিতির থেকে লাইসেন্স বাতিল করার জন্য আলটিমেটাম দেয়া হয়। তিনি আরো জানায় যে তার লাইসেন্স বাতিল না করা হয় তাহলে তাদের এ কর্মসূচি অবস্থান কর্মসূচিতে রূপান্তরিত করা হবে।