মাদারীপুরে সদর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মাসুদ রেজা ফিরোজী প্রকাশিত: ৬ মে , ২০২৪ ১১:১৩ আপডেট: ৬ মে , ২০২৪ ১১:১৩ এএম
মাদারীপুরে সদর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খানের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে রবিবার (৫ মে) বেলা ১১টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন।

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খানের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে রবিবার (৫ মে) বেলা ১১টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন।

চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খান সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খানের বিরুদ্ধে অভিযোগ করেন, আচরণবিধি লক্সঘন, পোস্টার ছিড়ে ফেলা, কর্মীদের উপর হামলা ও প্রভাব বিস্তারএছাড়া নির্বাচনে পাঁচটি ইউনিয়নে জোরপূর্বক কেন্দ্র দখল করে শফিক খান নিজের প্রতীকে ভোট নিতে পারেন বলে সেই আশঙ্কাও প্রকাশ করেন। শরীয়তপুর জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম এবং মাদারীপুর সদর উপজেলার কৃষি অফিসের কর্মকর্তা হেমায়েত হোসেন সরকারি কর্মচারী হলেও তারা বিভিন্ন সময় নির্বাচনী প্রচার প্রচারণা করেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আসিব খান।

উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সাংসদ শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান আনারস প্রতীক ও তার চাচাতো ভাই শফিক খান মোটর সাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


এই বিভাগের আরোও খবর

Logo